দোহারে উৎসবমূখর পরিবেশে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

399

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দোহার উপজেলা যুবলীগ। রবিবার বিকেল ৪টায় উপজেলার জয়পাড়া বাজারে যুবলীগের কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন দোহার উপজেলা যুবলীগের নেতা কর্মীরা। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে কাজ করে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করার অঙ্গিকার ব্যক্ত করেন যুবলীগ কর্মীরা।

উপজেলা যুবলীগের সভাপতি আলমাছ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি সালাহউদ্দিন রসু, সহ সভাপতি স্বপন বেপারী, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন,শেখ সেলিম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তুহিন হুসাইন, শাহিন খন্দকার, কুসুমহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি কালাম বিশ্বাস, সাধারন সম্পাদক স্বপন খান,  নারিশা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলমাছ হাওলাদার, সুতারপাড়া যুবলীগের আহবায়ক আবেদ সওদাগর,যুগ্ন আহবায়ক রনি মাহমুদ, যুবলীগ নেতা হুমায়ুন কবির,এস এম আক্তার হোসেন সহ অন্যন্য ইউনিয়ন ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দোহার উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা।সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একটি আনন্দ মিছিল জয়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রতন স্বাধীনতা ভাষ্কর্যের সামনে এসে শেষ হয়।

আপনার মতামত দিন