দোহারে ঈদ সামনে রেখে মোটরসাইকেল চুরির আতংক

314

জোবায়ের শরিফ,নিউজ৩৯ঃ ঈদুল আযহাকে সামনে রেখে দোহারে সক্রিয় হয়ে উঠেছে মোটরসাইকেল চোরেরা। ১সপ্তাহের ভিতরে দোহারে ২টি সরকারি প্রতিষ্ঠান থেকে ২টি মোটর সাইকেল চুরি হয়। বৃহস্পতিবার জয়পাড়া উপজেলা পরিষদের ভিতর থেকে কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদের এফযেড বাইকটি চোরেরা হাতিয়ে নেয়। এসময় সিসি ফুটেজে চোরকে দেখা গেলেও তাকে সনাক্ত করা যায়নি। (ছবিটি বৃহস্পতিবার আমজাদ হোসেন আজাদের মোটর বাইকটি চুরির সিসি ফুটেজ)

সোমবার উপজেলা পরিষদে মিটিং এ দোহার থানা পুলিশের অফিসার ইন চার্জ (তদন্ত) ইয়াসিন মুন্সী বলেন, আমি চার রাত ঘুমাইনা। দোহার থানা পুলিশ সচেষ্ট রয়েছে চোর সনাক্তকরণে। স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণকে এগিয়ে আসতে হবে এদেরকে ধরতে।

এদিকে সোমবার এই সভাচলাকালীন মধ্য দুপুরে সরকারি পদ্মা কলেজের কম্পাউন্ড থেকে উক্ত কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সেলিম হোসেনের কালো রঙের পালসার-টী চুরি হয়। এই ব্যাপারে দোহার থানায় একটি জিডি করা হয়েছে।

আপনার মতামত দিন