দোহারে ইউনিয়নে ভিত্তিক স্মার্টকার্ড বিতরনের সময়সূচি

2812
দোহারে ইউনিয়নে ভিত্তিক স্মার্টকার্ড বিতরনের সময়সূচি

ঢাকার দোহারে অবশেষে ধরা দিলো বহু-কাংক্ষিত জাতীয় পরিচয়পত্র(স্মার্টকার্ড)। নয়াবাড়ী ইউনিয়নে শুরু হয়েছে স্মার্টকার্ড বিতরন। ২০১৯ সালে নিবন্ধিত নতুন ভােটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

ভোটার তালিকা হালনাগাদ-২০১৯ কার্যক্রমে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছিলেন এবং যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০২ তারিখ বা তার পূর্বে শুধু মাত্র তারাই উপস্থিত হয়ে ভোটার হওয়ার সময়ে প্রাপ্ত রশিদ জমা প্রদান পূর্বক স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পরবেন।

উপজেলায় ভোটার সংখ্যা পুরুষ- ১০১০৩৫ মহিলা- ১০০০১১ মোট=২০১০৪৬ জন ও ২০১৯ সালের নিবন্ধিত ভোটারের স্মার্ট জাতীয় পরিচয়পত্র এর সংখ্যা: ১১৮৩৮ টি.

দোহার উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা ২০১৯ সালের নতুন ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরনের সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিম্নেবর্ণিত সময়সূচী মোতাবেক বিতরন করা হবে।
১.নয়াবাড়ি ইউনিয়নে ২৫/০৩/২০২১ তারিখে ১থেকে ৯নংওয়ার্ড নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ ভবনে ১দিনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন হয়।
২.কুসুমহাটি ইউনিয়নে ২৭/০৩/২০২১ তারিখে ১থেকে ৪ নং ওয়ার্ড ও ২৮/০৩/২০২১ তারিখে ৫থেকে ৯ নং ওয়ার্ড কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন হবে।
৩. মাহমুদপুর ইউনিয়নে ২৯/০৩/২০২১ তারিখে ১থেকে ৯নং ওয়ার্ড মাহমুদপুর ইউনিয়ন পরিষদ ভবনে ১দিনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন হবে।
৪.বিলাসপুর ইউনিয়নে ৩০/০৩/২০২১ তারিখে ১থেকে ৯নং ওয়ার্ড বিলাসপুর ইউনিয়ন পরিষদ ভবনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন হবে।
৫.রাইপাড়া ইউনিয়নে ৩১/০৩/২০২১ তারিখে ১থেকে ৯নং ওয়ার্ড রাইপাড়া ইউনিয়ন পরিষদ ভবনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন হবে।
৬.সুতারপাড়া ইউনিয়নে ০১/০৪/২০২১ তারিখে ১থেকে ৯নং ওয়ার্ড সুতারপাড়া ইউনিয়ন পরিষদ ভবনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন হবে।
৭.নারিশা ইউনিয়নে ০৩/০৪/২০২১ তারিখে ১থেকে ৪ নং ওয়ার্ড ও ০৪/০৪/২০২১ তারিখে ৫থেকে ৯ নং ওয়ার্ড নারিশা ইউনিয়ন পরিষদ ভবনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন হবে।
৮.মুকসুদপুর ইউনিয়নে ০৫/০৪/২০২১ তারিখে ১থেকে ৪ নং ওয়ার্ড ও ০৬/০৪/২০২১ তারিখে ৫থেকে ৯ নং ওয়ার্ড পদ্মা কলেজে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন হবে।
৯.দোহার পৌরসভা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন করা হবে উপজেলা নির্বাচন অফিসে। ০৭/০৪/২০২১ তারিখে ১নং ওয়ার্ড, ০৮/০৪/২০২১ তারিখে ২নং ওয়ার্ড,১০/০৪/২০২১ তারিখে ৩নং ওয়ার্ড,১১/০৪/২০২১ তারিখে ৪নং ওয়ার্ড, ১২/০৪/২০২১ তারিখে ৫নং ওয়ার্ড,১৩/০৪/২০২১ তারিখে ৬নং ওয়ার্ড,১৪/০৪/২০২১ তারিখে ৭নং ওয়ার্ড,১৫/০৪/২০২১ তারিখে ৮নং ওয়ার্ড,১৬/০৪/২০২১ তারিখে ৯নং ওয়ার্ড,

আপনার মতামত দিন