দোহারে অসহায়দের পাশে সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন

325
সাবেক ছাত্রনেতা মোঃ আলমগীর হোসেন, যাকে যুবসমাজের আইকন বলা হয় যিনি করোনা ভাইরাসের দুর্যোগ কালে নিরব ভূমিকা পালন করে যাচ্ছে। সম্প্রতি ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নে সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আলমগীর হোসেনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নারিশার ৫০০ গরিব ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় সামাজিক দুরত্ব নিশ্চিত করে গরিবদের মাঝে এ খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।
সম্প্রতি করোনা ভাইরাসের কারনে সারা দেশের মত দোহারেও অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ে। ফলে তাদের স্বাভাবিক জীবনযাপনে নীতিবাচক প্রভাব পড়ে। অর্থনৈতিক ভাবে ক্ষতির সম্মুখীন হয়। সাধারন মানুষের কাজ না থাকায় ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করছে সাধারন শ্রেণি পেশার মানুষ। এই পরিস্থিতে অসহায় মানুষের পাশে এসে দাড়ায় আলমগীর হোসেন।
এ সময় তিনি বলেন, দোহারের মানুষের এই দুর্দিনে তাদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ভবিষ্যতেও দোহারের সাধারণ মানুষের পাশে থাকবো বলে জানান তিনি।
এ সময় নারিশা ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন