দোহারে অঞ্জাত যুবকরে লাশ উদ্ধার

802

ঢাকার দোহারের নিকড়ায় অঞ্জাত পরিচয়ের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। জানা যায়, ঢাকার দোহার উপজলোর নিকড়ার রসুলপুর জোরা ব্রীজ এলাকায় একটি খাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় অঞ্জাত এক যুবকের হাত পা বাঁধা গলিত মৃতদেহ উদ্ধার করে দোহার থানা পুলিশ।

দোহার থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মৃতদেহটি দশ থেকে পনের দিন আগের হতে পারে। । পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা প্রেরন করা হয়।

আপনার মতামত দিন