দোহারে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

706
দোহারে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

ঢাকা জেলা দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা শ্বশাণ ঘাট সংলগ্ন এলাকার মায়ের দোয়া এন্টারপ্রাইজ ও আমেনা ট্রেডার্স নামে দুই দোকানে শনিবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে  প্রায় ৬ লাখ টাকার মালামাল পুরে ছাই হওয়ার ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়,রাত আনুমানিক ২ টার দিকে হঠাৎ আগুনের সুত্রপাত হয়।গভীর রাত হওয়ায় আশে পাশে কোন মানুষজন না থাকায় মূহুর্তেই আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে দোহার থানা পুলিশ ও দোহার ফায়ার সার্ভিস ছুটে যায় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে সব পুড়ে ছাই হয়ে যায়।

দোহার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার, মোঃ আব্দুল মান্নান জানান,আমরা আগুন লাগার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌছাই এবং প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার, মোঃ আব্দুল মান্নান।

আপনার মতামত দিন