দোহার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

370
দোহার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারের বটিয়া এলকায় আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কে,এম আরিফ (৩৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ নেত্রকোনা সদরের মুনায় আকবর খানের ছেলে। সে শক্তি ফাউন্ডেশনের ইউসুফপুর শাখার এস,এম,ই অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে দোহার বাজার এলাকা হতে জয়পাড়া যাওয়ার পথে বটিয়া এলাকায় আসলে একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ দোহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দোহার থানা পুলিশের এস,আই মো.হাচান জানান, নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিবারের সদস্যরা আসলে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।

আপনার মতামত দিন