দোহার বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: আহত ৫

251

নিরব মন্ডল, নিউজ৩৯.নেট ♦ বৃ্হঃস্পতিবার ভোর ৬:০০ টা, হঠাৎ রাস্তা থেকে আসা বিকট শব্দে ঘুম ভাঙ্গল গোরাবনবাসী। ছুটাছুটি করে রাস্তায় গিয়ে দেখা গেল একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে আঘাত হেনেছে। এ দৃশ্য গোড়াবনবাসীর জন্য নতুন নয়।

প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের গোড়াবন মোড়-এ। গত বৃহস্পতিবার সকালে ঢাকাগামী নগর পরিবহনের একটি বাস (ঢাকা জ-১৪-০০৫৭) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি টেইলার্স এর দোকান দুমরে মুচরে দেয়। এ সময় গাড়িটিতে ১৫-২০ জন জাত্রী ছিল, তাদের মধ্যে ৫ জন আহত হয়। আহতদেরকে দ্রুত আব্দুর রাজ্জাক হাসপাতালে প্রেরণ করা হয়।

যাত্রীদের কাছ থেকে জানা যায়, গাড়িটি প্রায় ৮০ কি.মি. বেগে চলছিলো। তারা মনে করে এই উচ্চ গতির কারনেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় টেইলার্সের দোকানটি প্রায় ধংসস্তুপে পরিণত হয়।

আপনার মতামত দিন