দোহার বাজারে ওভারটেকিং এর সময় মারাত্মক সড়ক দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষ দর্শী ও গতি গাড়ির যাত্রীর নিকট থেকে জানা যায় ফুলতলা থেকে ছেড়ে আসা বালেঙ্গা ও নবাবগঞ্জ গামী দুইটি গতি গাড়ী একে অপরটিকে বারবার ওভারটেকিং এর চেষ্টা করছিল। এসময় দোহারের পল্লী বিদ্যু অফিসের সামনে এসে হারুন ড্রাইভারের গতি গাড়িটি সামনের টিকে ওভারটেকিং করে এগিয়ে গেলে পিছনের গতি গাড়িটিকে ধাক্কা দেয়। হারুনের গতি গাড়ির পিছনে হেলপার সহ চারজন রাস্তায় পড়ে যায়। দুই সহোদরসহ তিনজনের পা ভেঙ্গে যায়।
উত্তেজিত জনতা গতি গাড়ির ড্রাইভার হারুনকে ধরে গনপিটুনি দেয়। আহত একজনের পা হাটু থেকে খুলে গেছে বলে জানা যায়।
আপনার মতামত দিন