দোহার প্রেসক্লাবের পক্ষ থেকে নতুন ইউএনও কে শুভেচ্ছা

302
দোহার প্রেসক্লাবের পক্ষ থেকে নতুন ইউএনও কে শুভেচ্ছা

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছেন ফিরোজ মাহমুদ। রবিবার (৫ জুন) সকাল ১১ টায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় দোহার প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

এর আগে জনাব ফিরোজ মাহমুদ মানিকগঞ্জের শিবালয় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

দোহারে যোগদানের পর তিনি জানান, দোহার প্রেসক্লাবের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। আমি সাংবাদিকতের নিয়ে কাজ করতে ভালবাসি। দোহারের সকলের সহযোগিতা নিয়ে দোহারকে ঢাকার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে আবির্ভূত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, কোষাধ্যক্ষ মো. শাহজাহান, নিউজ৩৯ এর চিফ নিউজ রিপোর্টার আছিফুর রহমান, নিউজ৩৯ এর স্টাফ রিপোর্টার আছিফুর রহমানসহ  দোহার প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

আপনার মতামত দিন