দোহার প্রেসক্লাবের উপদেষ্টা হলেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন

321
আলমগীর হোসেন

দোহার প্রেসক্লাবের উপদেষ্টা হলেন দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। সোমবার দুপুরে দোহার প্রেসক্লাবের সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে প্রস্তাবটি গৃহীত হয়। একইসাথে আগামী ২২শে জুন, প্রেসক্লাবের নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হয়।

দোহার প্রেসক্লাব আহ্বায়ক মো. তারেক রাজীব নিউজ৩৯কে বলেন, প্রবীণ সাংবাআলমদিক মো. আলমগীর হোসেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান, বেক্সিমকো মিডিয়া লিমিটেডের একজন পরিচালক। পাশাপাশি ‘আনন্দভুবন’ পত্রিকার প্রধান সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট। তাই দোহার প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক  সকল সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে কণ্ঠভোটে জনাব আলমগীর হোসেন প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের অন্তর্ভুক্ত হলেন। তার দিক নির্দেশনায় দোহার প্রেসক্লাব একটি আদর্শ, উন্নত, আধুনিক এবং আরও মানসম্পন্ন প্রেসক্লাবে পরিণত হবে বলে আমরা সবাই প্রত্যাশা করি।

উক্ত সভায় উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের আহ্বায়ক মো. তারেক রাজীব, সাবেক সভাপতি মো.কামরুল হাসান, সাবেক সহ-সভাপতি অলি আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, সাবেক সহ-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা, প্রবীণ সাংবাদিক সাইফ উদ্দিন ফনু, সংবাদ মো. শাহজাহান (সংবাদ),  আতাউর রহমান সানী (নববাংলা সম্পাদক), আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া (এশিয়ান টিভি), হাবিবুর রহমান (মুক্ত খবর), মো. সুজন হোসেন (আলোকিত সময়), মো. কামাল হোসেন (জাগ্রত জনতা), মো. আসাদ মাহমুদ (খবরের আলো), মো. জুবায়ের আহমেদ (বাংলাদেশের খবর)।

অন্য খবর  ছবিতে এশিয়া-ইউরোপের সবচেয়ে বড় মসজিদ

উল্লেখ্য, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন ১৯৬২ সালের ৬ই মার্চ দোহার থানার সুতারপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তত্ত্ব বিভাগে অনার্সসহ বিএসসি এবং ১৯৮৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

আপনার মতামত দিন