ঢাকার দোহার উপজেলার দোহার পৌরসভার নব নির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করানো হয়ছে। ২৩ আগষ্ট ( মঙ্গলবার) সকালে বিভাগীয় কমিশনার ঢাকা বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান নব নির্বাচিত দোহার পৌরসভা মেয়র মোঃ আলমাছ উদ্দীনসহ ৯ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের ৩ জন কে শপথ বাক্য পাঠ করান।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম এর উপস্থিতিতে এ সময় ১ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর মুবিন, ২নং ওয়ার্ডে শওকত হোসেন, ৩নং ওয়ার্ডে আব্দুস সালাম শুকুর,৪নং ওয়ার্ডে পাপেল মাহমুদ নিজাম , ৫নং ওয়ার্ডে ওয়াসিম চোকদার, ৬নং ওয়ার্ডে মো. হুমায়ুন কবির , ৭নং ওয়ার্ডে উদয় হোসাইন, ৮নং ওয়ার্ডে জাফর ইকবাল জাহিদ বেপারী ও ৯নং ওয়ার্ডে মোহাম্মদ মোরাদ বেপারী এছাড়া সংরক্ষিত মহিলা আসন ১ এ ইসরাত জাহান বনানী , সংরক্ষিত মহিলা আসন-২ এ স্মৃতি আক্তার ও সংরক্ষিত মহিলা আসন-৩ এ ফরিদা ইয়াছমিন শপথ বাক্য পাঠ করে দায়িত্ব ভার বুঝে নেন।
শপথ বাক্য পাঠ করা শেষে সকলে ধানমন্ডির বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি পরিদর্শন ও তার প্রতিকৃতিতে ফুলেল শুভেচছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, দোহার পৌরসভা আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, দোহার উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান সুজাহার বেপারী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।