দোহার – নবাবগঞ্জের বিভিন্ন স্থানে নির্মল গুহের পূজা মন্ডপ পরিদর্শন

204

দোহারের ও নবাবগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। এসময় তিনি অসহায় ও দুস্থদের মাঝে উপহার ও বস্ত্র বিতরণ করেন।

নির্মল রঞ্জন গুহ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যে কোন মূল্যে আমাদের তা অক্ষুণ্ণ রাখতে হবে। কোন অপশক্তির কাছে কোনদিন তা মাথা নত করবে না৷ জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২০৪১ সালে আমরা একটি উন্নত দেশে পরিণত হবো।

এসময় তার সাথে দোহার উপজেলা নির্বাহি অফিসার এ এম এফ
ফিরোজ মাহমুদ উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ- কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার, নির্মল রঞ্জন গুহ এর সহধর্মিণী আলো গুহ সহ স্থানীয় নেতা-কর্মী এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ

আপনার মতামত দিন