দোহার-নবাবগঞ্জে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে: নসরুল হামিদ

284

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) উপজেলায় ইতোমধ্যে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম পিনু খানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

ঢাকা-১ আসনের সংসদ সদস্য বেগম সালমা ইসলামের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার সারাদেশে গৃহস্থালিতে প্রাকৃতিক গ্যাসের পরিবর্তে এলপিজি ব্যবহারকে উৎসাহিত করছে। এছাড়া পানগাঁও থেকে বিসিক শিল্প নগরী, কেরাণীগঞ্জ পর্যন্ত ১২ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি ২০ দশমিক ৩২ কিলোমিটার গ্যাস পাইপ লাইন নির্মাণের লক্ষ্যে আহ্বানকৃত দরপত্রের বিপরীতে প্রাপ্ত দরপত্র মূল্যালয়নপূর্বক নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) ইস্যু করা হয়েছে। শিগগিরই  ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হবে।

এ পাইপলাইনটি নির্মাণ সম্পন্ন হলে দোহার ও নবাবগঞ্জ এলাকায় শিল্পে গ্যাস সরবরাহের বিষয়টি ত্বরান্বিত হবে বলেও জানান মন্ত্রী।

আপনার মতামত দিন