দোহার – নবাবগঞ্জে ছাত্রলীগের আনন্দমুখর বিজয় র‍্যালী

387

শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি, বিজয়ের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে এই শ্লোগান নিয়ে দোহার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব শরিফের নেতৃত্বে এক মহান বিজয় দিবস উপলক্ষে এক বিজয় র‍্যালী হয়। র‍্যালীটি জয়পাড়া কলেজ থেকে শুরু হয় উপজেলা শহীদ বেদীতে পুস্পস্তবক প্রদান করে, রতন স্বাধীনতা ভাস্কর্য ঘুরে , জয়পাড়া মডেল স্কুলে শেষ হয়।

এই সময় ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজীব শরিফ বলেন, গণতন্ত্র, শিক্ষা ও উন্নয়নের ধারা অব্যহত রেখে বংগবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আগামী নির্বাচনে আবারো আওয়ামীলীগকে জয়ী করতে হবে। ছাত্রলীগ সেই সোনার বাংলা গড়তে সদা প্রস্তুত।

এ সময় উপস্থিত ছিলেন জয়পাড়া কলেজ ছাত্রলীগ সভাপতি মোশাররফ হোসেন শান্ত, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন রিয়াদ, দোহার পৌরসভা সভাপতি দ্বীন ইসলাম, ছাত্রলীগ নেতা উদয়, কামরুল, নিজাম সহ আরো অনেকে।

নবাবগঞ্জের র‍্যালীতে নেতৃত্বে দেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ। মিছিলটি নবাবগঞ্জের পুরা শহর প্রদক্ষিণ করে। এসময় উৎসব মুখর পরিবেশের আবহ সৃষ্টি হয়।

পনিরুজ্জামান তরুণ বলেন, বাংলাদেশে এখনও পাকিস্তানের দোসররা বিচরণ করছে। যার মদদদাতা খালেদা জিয়া। দেরিতে হলেও যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন হয়েছে। দেশকে পুরোপুরি কলঙ্কমুক্ত করতে হলে আবারো আগামী নির্বাচনে জামায়াত-বিএনপিকে বর্জন করতে হবে।

আপনার মতামত দিন