দোহার নবাবগঞ্জে আওয়ামীলীগ ও অংগ সংগঠনের স্বাধীনতা দিবস উদযাপনঃ ছবি সংবাদ

614

শরিফ হাসান,নিউজ৩৯ঃ সর্বাধিক জনপ্রিয় ও ঢাকা জেলার সর্বপ্রথম অনলাইন পত্রিকা নিউজ৩৯ দোহার ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অংগ-সংগঠনের মহান স্বাধীনতা দিবস উদযাপনের সংবাদ ছবির মাধ্যমে প্রকাশ করেছে।

ছবিঃ১ – আব্দুল মান্নান খান, নুরুল হক ব্যাপারী ও আলমাস উদ্দিনের নেতৃত্বে আওয়ামীলীগের র‍্যালী।

ছবিঃ২ – আব্দুল মান্নান খান, ফজলুল হক, নুরুল হক ব্যাপারী , আলমাস উদ্দিন ও আব্দুর রহমান আকন্দের নেতৃত্বে আওয়ামীলীগের র‍্যালী।

চিত্রঃ৩- জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান ও দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন শিকদারের নেতৃত্বে র‍্যালী।

চিত্রঃ৪ – বঙ্গভবন, রাষ্ট্রপতি কার্যালয়.পনিরুজ্জামান তরুণ

চিত্রঃ৫- দোহার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব শরিফের নেতৃত্বে মিছিল

চিত্রঃ ৬- নবাবগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে  নেতৃবৃন্দ।

চিত্রঃ৭ – নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আনন্দ র‍্যালী।

আপনার মতামত দিন