দোহার নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্টের উপদেষ্টা পরিষদ ঘোষিত

    546
    দোহার নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্টের উপদেষ্টা পরিষদ

    নিউজ৩৯: দোহার-নবাবগঞ্জের সর্ব বৃহৎ সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান দোহার নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্টের(DNSM) উপদেষ্টা পরিষদ ঘোষিত হয়েছে। এই প্রতিষ্ঠানই সর্ব প্রথম পদ্মা ভাঙন রোধ ও পদ্মা বাধের দাবীতে জনমত গঠন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বাধের দাবী বাস্তবায়ন করে।

    দোহার – নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্টের কীর্তিমান উপদেষ্টা পরিষদ –

    ১. ড. খান মোঃ আব্দুল মান্নান, মাননীয় আই জি আর (মহাপরিদর্শক রেজিষ্ট্রেশন), বাংলাদেশ এবং সাবেক জেলা জজ।
    ২. নির্মল রঞ্জন গুহ, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।
    ৩. মাসুদ পারভেজ, উপজেলা ভাইস – চেয়ারম্যান, দোহার উপজেলা, ঢাকা।
    ৪. শিমুল বাশার, সিনিয়র সাংবাদিক – ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও কলামনিস্ট।
    ৫. রুবায়েত শিপলু, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
    ৬. এমারেত হোসেন ইমরান, সিনিয়র প্রভাষক, পদ্মা কলেজ এবং বিশিষ্ট শিক্ষাবীদ ও কলামনিস্ট।।
    ৭. মু. মেহেদি আরিফ, সাবেক বিতার্কিক বাংলাদেশ টেলিভিশন ও ব্যবসায়ী ও কলামনিস্ট।
    ৮. মোঃ ফারুক হোসাইন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

     

    আপনার মতামত দিন