দোহার নবাবগঞ্জ ব্যাংকার্স সমিতি (ডিএনবিএ) এর ২য় বার্ষিক সাধারণ সভা

195
দোহার নবাবগঞ্জ ব্যাংকার্স সমিতি (ডিএনবিএ) এর ২য় বার্ষিক সাধারণ সভা

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজার ৩০ জানুয়ারি শনিবার সকাল ১০টায় মনোয়ারা ম্যানশনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দোহার নবাবগঞ্জ উপজেলার সদ্য অবসরপ্রাপ্ত ব্যাংকার, নতুন ব্যাংকার ও পদোন্নতিপ্রাপ্ত ব্যাংকারদের শুভেচ্ছা স্মারক প্রদান ও সম্মাননা দেয়া হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুপালী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার (আইসিটি) জনাব মুহাম্মদ ইসহাক মিয়া।

এসময় উপস্থিত ছিলেন DNBA এর সাধারণ সম্পাদক জনাব এস এম জাহাঙ্গীর আলম, এক্সিকিউটিভ কমিটির কর্মকর্তা জনাব আবু আইয়ূব ভূঁইয়া, মোঃ শামসুল আলম খান, মুহাম্মদ আল হক, মোঃ লিমন সিকদার প্রমুখ, প্রবীন ব্যাংকার জনাব মোঃ মোস্তাক হোসেন, জনাব গোলাম রসুল খান, কামরুল ইসলামসহ দোহার-নবাবগঞ্জ উপজেলায় বসবাসরত বিভিন্ন ব্যাংকে কর্মরত নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আপনার মতামত দিন