দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের ‘বার্ষিক নৌ ভ্রমণ-২০২৪’ অনুষ্ঠিত 

66

আল নাহিয়ান: ১ নভেম্বর, ২০২৪ তারিখ দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত হয়ে গেলো বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৪। এই আয়োজনে সভাপতিত্ব করেন দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জবি এর সভাপতি কাজী মোসাব্বিরুল আলম (নাহিন)। মৈনট ঘাট থেকে সকাল ৮ ঘটিকায় আনন্দ ভ্রমণ শুরু হয়।

সারাদিনব্যপী এই আয়োজনে ছিল বিভিন্ন খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ুয়া দোহার ও নবাবগঞ্জ অঞ্চলের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করেন। সাবেক ও বর্তমানদের এক মিলন মেলায় পরিনত হয় এই আনন্দ ভ্রমণ।

আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ স্যার, দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মামুন খান, এড. সাইদুর রহমান সাহাদ (এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা)।

আরোও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ইমরান খান, মিথুন হোসেন জয়, সৌরভ ঘোষ, মো: নূর আলম ও মোসাদ্দেক হাবিব মুন্না। উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল আহাদ আকন্দ ও নিলয় কুমার।

সারাদিনব্যপী এই আয়োজনের বাহন হিসেবে ছিল ‘জলবিন্দু ট্যুর এন্ড ট্রাভেলস’ এর ‘সাম্পান জলতরঙ্গ’ নামের নৌযান। দুপুরের খাবার ও ঘুরাঘুরির জন্য বেছে নেওয়া হয় ‘মাওয়া রিসোর্ট’। শেষ বিকেলে পদ্মা সেতু ও তার আশেপাশের এলাকা উপভোগ করা হয়।

অন্য খবর  চালকের অভাবে কাজে আসছে না নবাবগঞ্জ হাসপাতালের দুইটি এম্বুলেন্স

এই আয়োজনের শেষ পর্বে ছিল পুরষ্কার বিতরনী, সম্মাননা প্রদান ও নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর।

বিভিন্ন খেলায় যারা বিজয়ী হয়েছেন তাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। কমিটির সম্মানিত উপদেষ্টামন্ডলিদের সম্মাননা প্রদান করা হয়।

২০২৪-২৫ নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে এই আয়োজনের সকল আনুষ্ঠানিকতা সমপন্ন হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে আল নূর খান দায়িত্ব গ্রহণ করেন।

আপনার মতামত দিন