দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা ছাত্রলীগ(দক্ষিন) এর সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ। করোনা মহামারীতে এই ঈদ উৎসব যেন সবার জন্য কল্যান নিয়ে আসে সেই কামনা করেন এই ছাত্রলীগ নেতা।
সারা বিশ্বে করোনা মহামারীর অবস্থা অপরিবর্তিত রয়েছে। এরই মাঝে সময় হয়েছে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের। করোনার মাঝে ঈদ আনন্দ পরিবারের সবাইকে নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে হবে বলে মনে করেন গিয়াসউদ্দিন সোহাগ। তাছাড়া করোনার এই মহামারীতে ছাত্রলীগকে তিনি জনসাধারনের পাশে থাকতে নির্দেশ দেন। এই সময় তিনি বলেন, এই মহামারীতে সাধারন মানুষের পাশে থাকতে হবে ছাত্রলীগকে। কৃষক-শ্রমিক সকলের কথা চিন্তা করতে হবে ছাত্রলীগকে। ঘরে থাকা মানেই করোনা থেকে বেঁচে থাকা। প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, করোনার ভয়ে ভীত হওয়া যাবে না। মনোবল হারাবেন না। WHO ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা আমাদের সবাইকে মেনে চলতে হবে।