দোহার – নবাবগঞ্জ ঐক্য ফ্রন্ট আহবায়ক কমিটি গঠন

283

ইতালীর ভেনিস প্রবাসী দোহার – নবাবগঞ্জ বাসীদের নিয়ে সমাজ সেবা মুলক সংগঠন দোহার – নবাবগঞ্জ ঐক্য ফ্রন্ট ভেনিস নামে নতুন একটি সংগঠন এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাতে ভেনিসের মেসএে তে একটি হল রুমে আমিনুল ইসলাম কে আহবায়ক ও আব্দুল নাছির কে সদস্য সচিব ও সদস্য কবির আহমেদ, সেখ লিটন, সওকত মোল্লা সহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। সে সময় নেতৃবৃন্দ জানান, প্রবাসের মাটিতে একে অপরকে সহযোগীতা করা, সামাজিক ও জনহিত কর কাজে নিজেদের আত্বনিয়োগ করাই তাদের মূল লক্ষ।

আগামী দুই মাসের মধ্যে সংগঠন টি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানান। সে সময় বক্তব্য রাখেন মনির হোসেন নবী, আইয়ুব রানা, এমারত সেখ, সাইফুল ইসলাম, সালাম মোল্লা, বিপ্লব সেখ, সালাম খান, লিংকন খালাসী, সেখ শিপন, সাজ্জাদ হোসেন খালাসী, শামিম খান প্রমুখ ।

আপনার মতামত দিন