দোহার উপজেলার চেয়ারম্যান আলমগীরকে সৌদি আরবে গন সংবর্ধনা

1178
দোহার উপজেলার চেয়ারম্যান আলমগীর হোসেন

দোহার উপজেলা উপনির্বাচনে বিজয়ী চেয়ারম্যান এবং দোহার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব মো. আলমগীর হোসেনকে গন সংবর্ধনা দিয়েছে সৌদি আরব জেদ্দাস্থ প্রবাসী বাঙালী।

সংবর্ধিত অতিথি আলমগীর হোসেন বলেন, আপনারা বউ, বাচ্চা, মা, বাবা, ভাই, বোন সবাইকে ছেড়ে মাথার ঘাম পায়ে ফেলে, নিজের পরিবার ও দেশের অর্থনৈতিক চাকা সচল রাখছেন। আপনাদের পাঠানো টাকা দিয়ে যেমন আপনার পরিবার সচল হচ্ছে, তেমনি আপনার রেমিট্যান্সে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।মাননীয়া প্রধানমন্ত্রীর শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় পদ্মা সেতুর মতো কাজ নিজেদের অর্থায়নে শুরু হয়েছে এবং দেশের প্রতিটি সেক্টরে উন্নতি হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই দেশী বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোন ষড়যন্ত্রই কাজে আসবে না।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ যেমন শান্তিপ্রিয়, তেমনি ধর্মপ্রাণ। এদেশে জঙ্গিবাদের উত্থান হতে দেবো না।

যারা ইসলামের নাম করে মানুষ হত্যা করছে তারা পবিত্র ধর্মের বদনাম করছে। ইসলাম হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। কিন্তু তারা মানুষ মারছে। ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে। এটা কারো কাছে গ্রহণযোগ্য হতে পারে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

অন্য খবর  বড়দিন উপলক্ষে রঙিন দোহার-নবাবগঞ্জের খ্রিস্টান পল্লী

গতকাল রাতে ১০টায় জেদ্দাস্থ অভিযাত কাবাবীশ হোটেলে এই সংবর্ধনার অনুষ্ঠিত হল।সিরাজুল ইসলাম সুরুজের সভাপতিত্বে এবংসিদ্দিকুর রহমান ও সাইফুল ইসলাম মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলার চেয়ারম্যান, বেক্সিমকো মিডিয়া লিমিটেডের পরিচালক পাশাপাশি ‘আনন্দভুবন’ পত্রিকার প্রধান সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট এবং দোহার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন।বিশেষ অতিথি ছিলেন জেদ্দা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাসেম।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ইফতেখার আলম মাসুদ, জেদ্দা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ সালাম, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের ভারপ্রাপ্ত ইসতিয়াক আহমেদ দুলাল, ফ্রেণ্ডস অফ বাংলাদেশ জেদ্দার সাধারন সম্পাদক ওয়াজিউল্লাহ। আওয়ামী ফাউন্ডেশন জেদ্দা সাধারণ সম্পাদক ভিকু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক কোরবান আলী বিশ্বাস, আতাউর রাহমান মাসুদ, মাহমুদুল হক দুলাল, বেলায়েত সিকদার, মাজহারুল ইসলাম রাসেল, আমদাদ হোসেন, নূরজ্জামান সহ প্রমুখ।

আপনার মতামত দিন