দুর্বৃত্তদের হাতে নৃশংস হামলার শিকার

1507
দুর্বৃত্তদের হাতে নৃশংস হামলার শিকার

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ব্যারাকপুরের অধিবাসী গাজী মোস্তাক আহম্মেদ দুর্বৃত্তদের হাতে নৃশংস হামলার শিকার হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ মে সকাল ৮ ঘটিকার সময় পূর্বশত্রুতার জেরে আনসার শেখ, গাজী ফরহাদ, কামাল মেম্বার ও তাদের দলবল নিয়ে ব্যারাকপুরে গ্রামের গাজী মোস্তাক আহম্মেদকে দেশীয় অস্ত্র দিয়ে নৃশংস ভাবে মারধোর করে। এতে মোস্তাকের দুই হাত ও এক পা ভেঙে যায়। পরবর্তীতে আহতকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি নিয়ে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেবার পর ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।
আহত মোস্তাক জানান, তাকে মেরে ফেলার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে। তিনি এর বিচার চেয়ে আইনের আশ্রয় নিবেন।
বর্তমানে গাজী মোস্তাক আহম্মেদ চিকিত্সাধীন অবস্হায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

আপনার মতামত দিন