দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ গড়তে তৃণমূল থেকে কাজ করতে হবে। ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে এ বিষয়ে বেশি করে সচেতনতা বাড়াতে হবে। যাতে তারা দুর্নীতি সম্পর্কে বেশি অবগত থাকতে পারে। গতকাল বুধবার বেলা ১১টায় নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র্যালীর উদ্বোধন অনুষ্ঠানে সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এ কথা বলেন।
এ সময় সালমা ইসলাম শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ গড়তে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ মিথুন মুন্নী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, সদস্য সচিব আক্তার হোসেন, অধ্যক্ষ সাইদুর রহমান উপস্থিত ছিলেন। নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বাগমারা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক র্যালী ও শপথ অনুষ্ঠানে অংশ নেয়।