দোহারে সড়ক দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু

279

দোহারের কাজিরচর মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিথী আক্তার (২২) নামে এক গৃহবধু নিহত হয়েছে। একই দুর্ঘটনায় তার ভাই মিজান(২৮) ও ৪ বছরের সন্তান আহত হয়েছে।

মিজার তার স্ত্রী ও সন্তানকে নিয়ে সন্ধ্যার দিকে মোটর সাইকেলে করে জয়পাড়া আসার পথে কাজির চর মোড়ে এই ঘটনা ঘটে।

কাজির চর মোড়ে আসার পর রাস্তার উপর ছড়িয়ে থাকা পাথরে পিছলে নিয়ন্ত্রণ পড়ে যায় মোটর সাইকেলটি। ছিটকে পড়ে মিজান, স্ত্রী বীথি ও তাদের সন্তান। আর এ সময়ই তার পেছনে ঢাকা থেকে আসছিল নগর পরিবহনের ৯৪৩ সিরিয়ালের বাসটি। দ্রুত আসতে থাকা বাসটি গতি নিয়ন্ত্রণ না করে উঠে যায় বীথির উপর, ও ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
স্থানীয় লোকজন মিজান ও তার সন্তানকে উদ্ধার করে এবং বাসটি ভাংচুর করে। পরে পুলিশ  বাস চালক জিল্লুর রহমানকে আটক করে ও বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পরিপ্রেক্ষিতে এস আই কাদেরের তত্বাবধানে মামলার প্রক্রিয়া চলছে।

নিহত বীথির স্বামী সৌদী প্রবাসী মো. মিরাজ হোসেন, বাড়ী নারিশা পশ্চিম চর স্লুইস গেটের পাশে, ও পিতার বাড়ি উত্তর শিমুলিয়া।

অন্য খবর  ঢাকা জেলা বিএনপি ও আবু আশফাককে ধন্যবাদ জ্ঞাপন

বাড়ির নির্মান কাজের জন্য আনা পাথর রাস্তার পাশে স্তুপ করে রাখা ছিল, আর সেখান থেকে তা ছড়িয়ে পড়েছে রাস্তার উপর। অসচেতনার কারণে প্রাণ দিতে হল বীথিকে।

আপনার মতামত দিন