নবাবগঞ্জে দুই ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড

683

নবাবগঞ্জ উপজেলায় ফাহাদ ও শেখ সাইদুল রহমান নামে ২ ইয়াবা ব্যবসায়ীকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদির মিয়ার আদালত এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত ফাহাদ উপজেলার পানালিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে ও সাইদুল রহমান জালালচর গ্রামের শেখ সালামের ছেলে।

নবাবগঞ্জ থানা সূত্র জানায়, শনিবার রাতে ইয়াবা বিক্রির সময়ে ফাহাদ ও সাইদুল রহমানকে আটক করা হয়। পরে রোববার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ২ মাসের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে রোববার দুপুরে সবুজ মণ্ডল নামে মাদক মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ। সে কাশিমপুর গ্রামের অজিত মণ্ডলের ছেলে।

আপনার মতামত দিন