দীর্ঘ দিন পর নবাবগঞ্জবাসী পেল এ্যাম্বুলেন্স

731

ঢাকার নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম।সোমবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক আলোচন‍া সভার আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল আহমেদ, ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, নারী ভাইস চেয়ারম্যান মরিয়ম মোস্তফা শিমু, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, জাতীয়পার্টির নেতা জুয়েল আহমেদ, জাহাঙ্গীর চোকদার, উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহ্জালাল, আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, মো. ইব্রাহীম খলিল, মো. রিপন মোল্লা প্রমুখ।

আপনার মতামত দিন