দিঘিরপাড় কল্যাণ পরিষদের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

172

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বক্সনগর ইউনিয়নের দিঘিরপাড় কল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও সহায়ক বই বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে কল্যাণ পরিষদ প্রাঙ্গনে প্রায় ৫০ জন শিক্ষার্থীর মাঝে এ বই বিতরণ করা হয়। দিঘিরপাড় কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ হারুন অর রশিদ (এফ সি এ) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান রনি।

আরো উপস্থিত ছিলেন, বাগমারা বাজার বণিক সমিতির সভাপতি ফরহাদ কবির ভূইয়া বিশিষ্ট ব্যবসায়ী এম এ ছালাম, মো. রতন, মো. জিলান, ইউপি সদস্য শাহিনুর আলম, দিঘিরপাড় কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক মহশিন আহমেদ লিটু, স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজির আহমেদ।

অনুষ্ঠান শেষে পরে দুপুরে প্রধান অতিথি ঢাকা জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. মোতালেবকে সাথে নিয়ে উপজেলার বাগমারা বাজারের ড্রেনেজ ব্যবস্থাসহ ৪টি রাস্তার প্রকল্প ঘুরে দেখেন।

আপনার মতামত দিন