দারিদ্র্য বিমোচনে সরকার কাজ করছে: সালমা ইসলাম

610
Salma Islam

ঢাকা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সালমা ইসলাম বলেছেন, দারিদ্র্য বিমোচনে সরকার কাজ করে যাচ্ছে। যাতে দেশের সাধারণ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। তারা পরিবার নিয়ে স্বাচ্ছন্দে চলতে পারে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টায় নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের চরমধুচরিয়া আশ্রায়ন প্রকল্পের নবনির্মিত কমিউনিটি সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।

সালমা ইসলাম বলেন, দেশের প্রতিটি ভূমিহীন পরিবারের জন্য আশ্রায়ন প্রকল্পের ব্যবস্থা করেছে সরকার। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সব ধরনের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনকল্যাণে কাজ করতে বদ্ধপরিকর।

সালমা ইসলাম এ সময় নেতা-কর্মীদের নবাবগঞ্জের উন্নয়নে আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলমতের বাইরে দক্ষ সমাজকর্মী ও সৎ মানুষকে নির্বাচিত করার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আহসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল কাদির মিয়া, আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. ইব্রাহীম খলিল, জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জুয়েল আহমেদ, এমএ মজিদ প্রমুখ।

আপনার মতামত দিন