শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে ৪ দিন ব্যাপী বিজয় মেলা

862
তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে

শনিবার সকাল ১১ টায় নবাবগঞ্জ উপজেলার  শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে ৪ দিন ব্যাপী বিজয় মেলার শুরু হয়েছে। এই উপলক্ষে বিজয়স্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আবু বকর সিদ্দিকী(আবু)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষার্থীরা। শনিবার থেকে  মঙ্গলবার পর্যন্ত ৪ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন। প্রতিদিনই মেলায় থাকবে সাংস্কৃতিক আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলার সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত হন। বিজয়স্তম্ভের এক পাশে নবাবগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের নামের তালিকা প্রকাশ করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা সদস্যদের মিলন মেলায় পরিণত হয়।

এছাড়া বিজয় মেলাকে কেন্দ্র করে বিকেল হলে শত শত দর্শনার্থীরা ভীড় করে টিএইচসি কলেজ প্রাঙ্গণে। মুক্তিযোদ্ধা বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে বিজয় মেলার সমাপনি দিন মঙ্গলবার বিকেলে। বিজয় মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বাংলাদেশ সচিবালয়ের যুগ্ম সচিব নাজমুল হক খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার রাজিবুল আহসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মদ,হাজী শোয়েব মিয়া,আলীমোর রহমান খান পিয়ারা  প্রমূখ।

আপনার মতামত দিন