বর্ধনপাড়া থেকে তিন নারী ছিনতাইকারী আটক

644

নবাবগঞ্জের বর্ধনপাড়া থেকে তিন নারী ছিনতাইকারী আটক করে পুলিশে দিয়েছে জনতা। রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার বর্ধনপাড়া পিকেবি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে স্থানীয় জনতা তাদের আটক করে। আটককৃতরা হল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ডরমন্ডল গ্রামের নবীন হোসেনের স্ত্রী সালেহা, একই গ্রামের দুলাল মিয়ার স্ত্রী মদিনা ও আঞ্জব আলীর মেয়ে জানু।

জানা যায়, রোববার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার খাহ্রা গ্রামের বাসিন্দা বৃদ্ধ ইউনুছ বেপারী ও তার স্ত্রী আনোয়ারা বেগম অটোবাইকযোগে মেয়ের বাড়ি নবাবগঞ্জের পানালিয়া আসছিলেন। পথিমধ্যে আরও ৫ নারী ওই গাড়িতে ওঠে। বর্ধনপাড়া পিকেবি উচ্চ বিদ্যালয়ের সামনে এসে ওই নারীরা নামছিল। এ সময় বৃদ্ধা আনোয়ারা বেগমের গলায় থাকা সোনার চেইন না দেখে চিৎকার দেন। আশপাশের লোকজন এগিয়ে এলে ওই নারীরা পালানোর চেষ্টা করে। পরে জনতা ধাওয়া করে ৩ নারীকে ধরে পুলিশে সোপর্দ করে।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক আরিফুল কায়সার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

আপনার মতামত দিন