তরুনদের ভাবনা: করোনা আক্রান্ত পরিবারের প্রতি সদয় হোন

219

মো. ফয়সালঃ বাড়ির আশেপাশের কারো করোনা পজিটিভ হলে প্রতিবেশীরা শুধুমাত্র তাদের বাড়িতে লকডাউন নামক আটকিয়ে দেওয়া পর্যন্ত ই বাহাদুরি দেখাতে পারে। করোনা পজিটিভ লোকটির পরিবারের সদস্যরাও যে মানুষ; তাদের প্রতি নূন্যতম মানবিকতা আমরা কি আদৌ দেখাই?

আমরা এখনো যারা সুস্থ আছি তাদের জন্য হয়তো এটা শিক্ষা!

একবার করোনা পজিটিভ হলে ,কেউ এগিয়ে আসবেনা। জেল হাজত বা হাসপাতালে না, নিজের বাড়িতে বন্দি থাকবেন, কেউ কিচ্ছুটি এনে দিবেনা। বেশিরভাগ মানুষ ফোনই রিসিভড করবেনা।

বিশ্বাস হয়না? করোনা পজিটিভ হলেই বুঝবেন।
অসচেতনতাই করোনা, করোনাই অসচেতনতা।
মোঃ ফয়সাল, সভাপতি, ইছামতি উপজেলা ছাত্র সংগঠন

আপনার মতামত দিন