তথ্য অধিকার পুরস্কার পেলেন দোহারের এসিল্যান্ড

245

তথ্য অধিকার আইন বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় পুরস্কার পেয়েছেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।  সোমবার বিকেলে রাজধানীর তথ্য কমিশন অডিটরিয়ামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ডা: মো.মুরাদ হাসান,তথ্য মন্ত্রনালয়ের সচিব কামরুন নাহার।

ঢাকা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সেরা তথ্য প্রদানকারী কর্মকর্তা হিসেবে সারাদেশে ২য় স্থান অধিকার করেছেন ঢাকার দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

পুরস্কার হাতে পেয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, কাজের স্বীকৃতিস্বরুপ এমন অর্জন দেশের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে তুলেছে। যতদিন সরকারি কাজে নিয়োজিত আছি দেশের মানুষের জন্য কাজ করে যাবো। এদিকে জ্যোতি বিকাশ চন্দ্রের এমন অর্জনের খবর পেয়ে তাকে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন দোহারে নানা শ্রেণীপেশার মানুষ।

আপনার মতামত দিন