ঢাকা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

88
ঢাকা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা জেলা ইউনিট। শুক্রবার সকালে কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা জেলা ইউনিটের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ শেষে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, করোনা ও বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটি সারাদেশে সহায়তা প্রদান করেছে। তারই ধারাবাহিকতায় শীতের শুরু থেকে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির পাশাপাশি শীতার্ত অসহায় দুস্থ জনগণকে সহায়তা দিতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরাসরি নিজেরা অথবা রেড ক্রিসেন্টের সহায়তায় কম্বল বিতরণের মধ্য দিয়ে মানবিক সহায়তার হাত প্রসারিত করার উদাত্ত আহ্বান জানান তিনি । এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, দোহার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার, নারিশা ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সভাপতি শেখ সাহাবুদ্দিন, মোস্তফা মোল্লা, কাউসার খালাসী, সাজ্জাদ হোসেন সাজু, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফ উদ্দিন প্রমুখ।

আপনার মতামত দিন