ঢাকা জেলা ছাত্রলীগের (দঃ) বর্ণাঢ্য র‍্যালী

    552

    মঙ্গলবার ঢাকা জেলা ছাত্রলীগ (দঃ) এক বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা করে। প্রায় তিন শতাধিক মোটর সাইকেল নিয়ে এই শোভাযাত্রা শ্রীনগর হয়ে দোহারের মুকসুদপুর দিয়ে প্রবেশ করে জয়পাড়া কলেজে সংক্ষিপ্ত সভা করে দোহার উপজেলা পরিষদে এসে শেষ হয়। ব্যাপক উৎসাহ , উদ্দীপনা ও সমারোহে এই মোটর সাইকেল র‍্যালীর মাধ্যমে ঢকা জেলা ছাত্রলীগের (দঃ) এর নব নির্বাচিত কমিটিকে বরণ করে নেয়া হয়। র‍্যালীর নেতৃত্ব দেন বর্তমান কমিটির নব নির্বাচিত সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ ও সাংগাঠনিক সম্পাদক অনুপম গুহ নয়ন। 

    আপনার মতামত দিন