ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাবের টহল

10
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাবের টহল

কেন্দ্র ঘোষিত বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে এ ঘটনার পর থেকে মহাসড়কে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। বর্তমানে কিছুক্ষণ পর পর মহাসড়কে র‍্যাবের টহল চলছে। সেই সঙ্গে প্রচুরসংখ্যক পুলিশও মোতায়েন রয়েছে সড়কে।

আজ শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের শিমরাইল মোড়, মৌচাক, সাইনবোর্ড পয়েন্টে সরেজমিনে গিয়ে এমন দৃশ্যের দেখা মেলে

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিএনপি নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে অবরোধ কর্মসূচি করার চেষ্টা করেছিল। এসময় তাদেরকে বাধা দিলে তারা আমাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। তাদের হামলায় আমিসহ ৫ পুলিশ সদস্য আহত হন।  তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এখনো শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। পরবর্তী কোনো নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা মহাসড়কেই অবস্থান করবো।

র‍্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, গতকাল বিএনপি ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি করার ঘোষণা দেয়। তবে জনস্বার্থে অনুমতি না দেওয়া হলেও তারা মহাসড়কে অবস্থান করার চেষ্টা করেছিল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে রয়েছি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন স্পটে আমাদের ২০০ র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা মহাসড়কেই অবস্থান করবেন বলে জানান তিনি

অন্য খবর  আধুনিক হচ্ছে ঢাকা দক্ষিণের ৮ এলাকা, মেগা প্রকল্প উঠছে একনেকে

 

আপনার মতামত দিন