ডেণ্টাল ভর্তি পরীক্ষায় সারাদেশে ২য় দোহারের আরিফ রেদোয়ান

675

হাসান বিন আমজাদ, স্পেশাল রিপোর্টার, news39.net: সারাদেশে ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় স্থান পেয়েছেন দোহারের কৃতি সন্তান আরিফ রেদোয়ান। সে দোহারের মইতপাড়া নিবাসী সিরাজুল ইসলাম এর সন্তান। সম্পূর্ণ নাম আরিফুল ইসলাম রেদোয়ান। “ডেন্টাল মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় সে জাতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন। ৫৩০০৪ জনের মধ্যে ৯৪.২৫ নম্বর পেয়ে সারা বাংলাদেশের জাতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।

ছোটবেলা থেকেই রেদোয়ান মেধাবী ও পরিশ্রমী ছিল। এ পর্যন্ত সকল বোর্ড পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়ে এসেছে। তাছাড়াও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি,অষ্টম শ্রেণির জে.এস.সি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি এবং এস.এস.সি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল।

রেদোয়ান বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ ও দোহারের সনামধন্য স্কুল ড্যাফোডিলস্ হাই স্কুলের কৃতি শিক্ষার্থী ছিলেন।
news39.net এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আল্লাহ তাকে মানব সেবার জন্য কবুল করুন।

আপনার মতামত দিন