স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ : গত বুধবার রাতে দোহারের উপজেলা কমপ্লেক্স সংলগ্ন আবাসিক এলাকা থেকে বৈদুৎতিক ট্রান্সফর্মার চুরি হয়েছে। ফলে অন্ধকারে রয়েছে ঐ এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ। উল্লেখ্য, গত শনিবার রাতে নিকড়া থেকে বৈদুৎতিক কেবল চুরির রেশ কাটতে না কাটতেই এবার চুরি হলো ট্রান্সফর্মার। এই আবাসিক এলাকাটি মূলত শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক। এখানে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় সংগঠক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ জন আশরাফ আলী ওরফে মধু চৌধুরীর বাড়ী।
এ ব্যাপারে দোহার পল্লী বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করলে তারা জানান, বিষয়টি থানায় এজাহার ভুক্ত করার পর ঢাকাতে জোনাল অফিসে প্রতিবেদন পাঠাতে হবে। এরপর অনুমতি প্রদান সাপেক্ষে ঢাকা থেকে ট্রান্সফর্মার এনে সংযোগ দেয়া হবে। এতে তিন থেকে চাঁর দিন সময় লাগবে।
কিন্তু এলাকাবাসী বৃহস্পতিবারের মধ্যেই বিদ্যুতের সংযোগ চায়।