টানা ৪র্থ বারের মতো বান্দুরার চেয়ারম্যান নির্বাচিত হিল্লোল মিয়া

1142

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে জয়লাভ করায় টানা চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হিল্লাল মিয়া। তিনি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নাসির উদ্দিন আহমেদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ৯ হাজার ভোটের ব্যবধানে তার নিকটতম প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেন।

১৯৯৭ সালে প্রথমবারের মতো নির্বাচিত হওয়ার পর থেকে এ পর্যন্ত টানা চারবার জয়লাভ করে বান্দুরা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দলমত নির্বিশেষে এলাকার সবাই তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ১৯৬৯ সালের নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা নুরুউদ্দিন মিয়া ছিলেন পাকিস্তান আমলের একজন মেম্বার।

প্রথম ধাপের নির্বাচনে তারই সহোদর আমজাদ হোসেন আজাদ দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আপনার মতামত দিন