ঝড়ের কবলে পড়ে দোহারের তরুণীর মৃত্যু

188

ঢাকার দোহার উপজেলায় ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে রুম্পা দাস (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (০৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুসুমহাটি ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের জেলেপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  রুম্পা দাস আউলিয়াবাগ জেলেপাড়ার বাসিন্দা গুরুদাসের মেয়ে। 

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ঝড় শুরু হলে রুম্পা দাস বাড়ির পাশে আম কুড়াতে যান। এ সময় একটি নারকেল গাছ ভেঙে পড়লে তিনি চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন তিনি। 

আপনার মতামত দিন