জয়পাড়ায় ২ দিনে ১০ বাড়ীতে চুরি

262

কামরুজ্জামান টুটুল, news39.net ♦ পরপর ২ রাতে দোহার থানার প্রাণকেন্দ্র জয়পাড়া পৌরসভা অফিসের পার্শ্ববর্তী খাড়াকান্দা ও সাহাপাড়ায় দূর্ধর্ষ্ সিরিজ চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত ২ টায় সাহাপাড়ার মালাকার বাড়ীগুলোতে প্রথম চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের সিদ কেটে দরজা খুলে ৮টি মোবাইল, ৬ ভরি স্বর্ণ, নগদ ২০,০০০টাকা ও শাড়িসহ পালিয়ে যায়।

এরপরদিন মঙ্গলবার রাত আনুমানিক ১১ টায় খারাকান্দাতে ৪ বাড়ীতে চুরির ঘটনা ঘটে। এখান থেকেও চোরেরা ৬ টি মোবাইল, নগদ ১২,০০০ টাকা সহ আরও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যায়।

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ও পুলিশের নজরদারি কমে যায় এলাকাবাসী এবার ডাকাতের পর চোরের আতঙ্কে দিন যাপন করছে।

এলাকাটিতে বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী ও প্রবাসীদের আধিক্য থাকায় এই রকম ঘটনা ঘটছে বলে স্থানীয়রা মনে করছেন। এদিকে এলাকাবাসীর খোঁজ নিতে প্রশাসন বা স্থানীয় পৌরসভার কাউঞ্ছিলর কাউকেই দেখা যায় নি।

আপনার মতামত দিন