জয়পাড়া হরিসভায় সালমা ইসলামের আর্থিক অনুদান প্রদান

729

ঢাকা -১ আসনের সাংসদ এডভোকেট সালমা ইসলাম বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের সমান অধিকার রয়েছে। এখানে আমরা সবাই ভাই ভাই। পৃথিবীতে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। মঙ্গলবার তার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া খারাকান্দা হরিসভা মন্দির ও দুর্গামন্দিরের উন্নয়নের জন্য সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি নগদ এক লাখ টাকা অনুদান হস্তান্তর করেছেন।  তার হাত থেকে অনুদানের টাকা গ্রহণ করেন দুর্গামন্দির কমিটির সভাপতি সুবল সরকার ও সাধারণ সম্পাদক অখিল মালাকার। অন্যদের মধ্যে রয়েছেন মানিক রতন মালাকার, গোপাল সরকার, অ্যাডভোকেট রনজিত সাহা, বাসুদেব মালাকারসহ আরও অনেকে ।

আপনার মতামত দিন