জয়পাড়া বাজারে সরকারি নির্দেশ না মানায় ৪ ব্যক্তিকে জরিমানা

940
জয়পাড়া

জয়পাড়া বাজারে সরকারি নির্দেশ না মেনে রাস্তায় চলাফেরা করার জন্য ৪ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মেনে মোটরসাইকেল চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতে চারজনকে ১৭ শ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

১১ মে বিকালে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে জয়পাড়া বাজারে অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র সংবাদিকদের বলেন, সরকারি বিধি নিষেধ অমান্য করে ও স্বাস্থ্যবিধি না মেনে প্রতিষ্ঠান খোলা রাখলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিজেদের সচেতন হতে হবে। যারা কেনা বেচা করবেন সকলকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

উল্লেখ্য করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে গত (১০ মে ) থেকে সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে নির্দেশনা দেয় সরকার।

আপনার মতামত দিন