দিনে দুপুরে জয়পাড়া বাজারে চুরি

312

লাভলু মোল্লা, নিউজ ৩৯ ♦ শুক্রবার দুপুর দেড়টার দিকে জয়পাড়া বাজারে মাছের বাজার সংলগ্ন বরফকলের পাশে গরুর ভুষিমালের দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকা চুরি হয়েছে। জানা যায়, জুম্মার নামাজের সময় দোকানের মালিক রমজান আলী নামাজ পড়তে গেলে তার অনুপস্থিথিতে দোকানের তালা ভেঙ্গে এই চুরি সংগঠিত হয়।

প্রত্যক্ষদর্শী জয়পাড়া বাজার মসজিদের এক মুসুল্লি বলেন, মসজিদ থেকে নামাজ পড়ে বের হবার সময় তিন অপরিচিত লোককে রমজান আলীর দোকান থেকে বের হয়ে আসতে দেখেন; এর আগে তাদের জয়পাড়া বাজারে দেখা যায় নি। ধারনা করা হচ্ছে দোকানে চুরির সাথে এরা জড়িত।

এদিকে রমজান আলীর সাথে নিউজ ৩৯ এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান; তার দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকা চুরি হয়েছে।

আপনার মতামত দিন