জয়পাড়া বাজার নির্বাচন : আজাদ সভাপতি, দেলোয়ার সেক্রেটারি

568

শরীফ হাসান নিউজ৩৯ঃ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজাদ হোসেন খান নির্বাচিত, তার প্রতিক ছিল ছাতা, সহ সভাপতি নির্বাচিত পদে নির্বাচিত  হয়েছেন সহিদুজ্জামান খন্দকার – সদস্য নং ২৪২-মার্কা(আনারস) প্রাপ্ত ভোট ৪৯৯, সাধারণ সম্পাদক পদে  দেলুয়ার হেসেন মাঝি সদস্য নং ১০০ নির্বাচিত হয়েছেন – মার্কা (টেবিল) প্রাপ্ত ভোট ৪৩৬, মোঃ আরিফ সদস্য নং ৬৪৫ যুগ্ম সম্পাদক নির্বাচিত মার্কা (মাছ) প্রাপ্ত ভোট ২৬৪, দেওয়ান মাহাবুবুর রহমান সদস্য নং ৪২২ কোষাধক্ষ্য নির্বাচিত মার্কা(হারিকেন) প্রাপ্ত ভোট ৫৫৩, নিছাক আহাম্মেদ সদস্য নং ২১৭ সদস্য নির্বাচিত মার্কা(গরুর গাড়ি) প্রাপ্ত ভোট ৫৫০ স্থান ১ম, আহাম্মেদ আলি সদস্য নং ৮৬৫ সদস্য নির্বাচিত মার্কা(হাতপাখা) প্রাপ্ত ভোট ৫২০ স্থান ২য়, আবুল হোসেন মোল্লা সদস্য নং ৬৮ সদস্য নির্বাচিত মার্কা (কাঁঠাল) প্রাপ্ত ভোট ৪৮৩ স্থান ৩য়, মোঃ আওলাদ হোসেন সদস্য নং ১৩০০ সদস্য নির্বাচিত মার্কা(ফুটবল) প্রাপ্ত ভোট ৪২৯ স্থান ৪র্থ, মোঃ শাহজাহান সদস্য নং ৬৩০ সদস্য নির্বাচিত মার্কা(আম) প্রাপ্ত ভোট ৪২ স্থান ৫ম, নাসির উদ্দিন (জমসের) সদস্য নং ৯১০ সদস্য নির্বাচিত মার্কা(হাঁস) প্রাপ্ত ভোট ৩৮৩ স্থান ৬ষ্ঠ, মোঃ মামুন হোসেন সদস্য নং ৮৫৬ সদস্য নির্বাচিত মার্কা(গোলাপ ফুল) প্রাপ্ত ভোট ৩৫৬ স্থান ৭ম,

আপনার মতামত দিন