জয়পাড়া কলেজের নতুন গভর্ণিংবডি গঠন

956

শরিফ হাসান ও মোঃ আল – আমিন, স্টাফ রিপোর্টার; news39.net: দোহার উপজেলার সবচেয়ে পুরাতন উচ্চ শিক্ষার বাতিঘর জয়পাড়া কলেজ। দোহারের ঐতিহ্যবাহী জয়পাড়া কলেজকে পরিচালনার জন্য নতুন গভর্ণিংবডি গঠন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বোর্ডের সমন্বয়ে গঠিত এবারের গভর্ণিংবডি ঢাকা জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করতে বদ্ধ পরিকর। জয়পাড়া কলেজের সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ। উল্ল্যেখযোগ্য বিষয়, টানা চতুর্থবারের   মতো  গভর্নিংবডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালইয়ের মেধাবী ছাত্র, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক, বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ।

নিউজ৩৯কে সুরুজ আলম সুরুজ বলেন, আমি একজন একাডেমিয়ান। আমি সাহিত্যের ছাত্র। আমি চেষ্টা করবো জয়পাড়া কলেজকে একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করে বংগবন্ধুর সোনার বাংলা নির্মাণে জাতিকে এগিয়ে দিতে। কলেজের শিক্ষা ও কারিকুলাম কার্যক্রম যেন এই করোনার সময় অব্যাহত থাকে সেদিকে নজর দিবো। এছাড়া, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য জয়পাড়া কলেজের দ্বার সবসময় উন্মুক্ত ছিলো, ভবিষ্যতেও তা থাকবে। আমি দোহারের শিক্ষাবীদ, সাংবাদিক, রাজনীতিবীদসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।

আপনার মতামত দিন