জয়পাড়া কলেজে ছাত্রলীগের বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

464
জয়পাড়া কলেজে ছাত্রলীগের বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

দোহার উপজেলা ছাত্রলীগ ও জয়পাড়া কলেজ ছাত্রলীগের উদ্যোগে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন। আজ সকালে দোহারের জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে দোহার উপজেলা ছাত্রলীগ, জয়পাড়া কলেজ ছাত্রলীগ ও দোহার পৌরসভা ছাত্রলীগের নেতা কর্মীদের উপস্থিতিতে কেক কেটে এই জন্মদিন পালন করা হয়। এই সময় ছাত্রলীগ নেতা কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক সাগর শাহীন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পাঠাগার বিষয়ক সম্পাদক আরমান হোসেন। এই সময় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের উপস্থিতিতে জয়পাড়া কলেজে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। এসময় বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়তে প্রতিজ্ঞাবদ্ধ হন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা।

আপনার মতামত দিন