জেলা প্রশাসকের দোহার উপজেলা ভূমি অফিস পরিদর্শন

242
জেলা প্রশাসকের দোহার উপজেলা ভূমি অফিস পরিদর্শন

ঢাকা জেলার দোহার উপজেলার ভূমি অফিস পরিদর্শন করেছেন। বৃহষ্পতিবার ১৫ই অক্টোবর জেলা প্রশাসক মোঃশহিদুল ইসলাম দোহার উপজেলাইয় আসেন এবং বিভিন্ন কার্যক্রম শেষে তিনি দোহার ভূমি অফিস সমূহ পরিদর্শন করেন।

সকাল ১০ টায় প্রথমে তিনি মেঘুলা সদর ভূমি অফিস পরিদর্শনে যান। দুপুরে দোহার উপজেলা ভূমি অফিস পরিদর্শন ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন, বিকালে তিনি একে একে দোহার সদর ইউনিয়ন ভূমি অফিস এবং রাইপাড়া ইউনিয়ন কার্যালয় পরিদর্শন করেন। এছাড়া এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও সততার সাথে সেবা নিতে আসা জনগণের প্রতি দায়িত্ব পালনের আহবান জানান।

এসময় তার সাথে ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্্‌ স্থানীয় সরকার প্রকল্প উপ -পরিচালক ছানিয়া আক্তা, এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন