নবাবগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

311

মোঃ ফারুক আহমেদ সজল ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। পতাকা অর্ধনমিত, কালব্যাচ ধারণ, র‌্যালি, দোয়া-মাহফিল,আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

গত ১৫ আগস্ট সকাল ১১টায় উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ, আওয়ামীলীগের অঙ্গসংগঠন উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু জাতির পিতার শাহদাত বরণে দোয়া-মিলাদ মাহফিল, ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।  উপজেলা প্রশাসনের উদ্যোগে আব্দুল ওয়াছেক মিলনায়নে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর স্ত্রী মিসেস হাসিনা মান্নান  ১৫ আগস্টের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু আত্মস্বীকৃতি খুনীদের ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন দিলুর সভাপতিত্বে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্তের বিনিময় দেশ স্বাধীন করার পর বিপথগামী সদস্যরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। আজও গভীর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার অচিরেই হবে।

এছাড়া সরকারি,আধাসরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠন জাতীয় শোক দিবস পালন করছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। অনুষ্ঠানের শেষে ক্ষুদ্র ঋণের আওতায় যুবক ও মহিলাদের মাঝে ঋণের টাকার চেক বিতরণ করা হয়।

অন্য খবর  ভাঙন আতঙ্কে পদ্মাপাড়ের হাজারো মানুষ

এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য খন্দকার হারুন অর রশিদ, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ঝিলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জামাল উদ্দিন, শেখ হান্নান উদ্দিন, মো: ইব্রাহীম খলিল, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন, ছাত্রলীগ নেতা পনিরুজ্জামান তরুন, সুরুজ আলম, আওলাদ হোসেন, শেখ জালাল উদ্দিন, সোহেল আহম্মেদ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

অপর দিকে দোহার উপজেলা প্রশাসন, সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠন জাতীয় শোক দিবস পালন করছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত, কালব্যাচ ধারণ,র‌্যালি, দোয়া-মাহফিল,আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আপনার মতামত দিন