স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে দোহার উপজেলা প্রশাসন। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অায়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। এসময় ১৫ অাগস্ট শোক দিবস উদযাপনের জন্য সকল ধরনের প্রস্তুতির সম্পর্কে পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। সকাল ৮:৩০ মিনিটে দোহার উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পঅর্পন, সকাল ৯ টায় র্যালী এবং পরবর্তী সময়ে সকাল ১০ টায় অালোচনা সভা অনুষ্ঠিত হবে। এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস পালন করবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এবং পরবর্তীতে দুপুরে প্রতিটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে কবিতা অাবৃতি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজয়ী প্রতিযোগীদের জন্য পুরস্কার দেওয়া হবে। এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রী মেডিকেল ক্যাম্প করা হবে ও সাথে ঔষধ ফ্রী দেওয়া হবে। এবং জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কুইচ ও রচনা প্রতিযোগিতা নেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা-১ আসনের সালমান এফ রহমান এর প্রতিনিধি মোসফেকুর রহমান লিমনসহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা।
জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দোহার উপজেলা প্রশাসনের
আপনার মতামত দিন